ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোটিশ পেয়েও সওজের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নোটিশ পেয়েও সওজের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখলে নিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগে সওজের ফটিকছড়ি প্রকৌশলী অনুপম শর্মা গত মঙ্গলবার কাজ বন্ধের নোটিশ দিয়েছেন।

তিনি বলেন, ‘বিষয়টি জানার পর সরজমিনে গিয়ে নিষেধ করেছি। পরে আবার কাজ শুরু হলে এ সপ্তাহে তাদের নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি। এরপরে ইউএনও ও থানাকেও কপি দেওয়া হয়েছে। যদি প্রয়োজনীয় কাগজপত্র থাকে, তা নিয়ে আসতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সওজের জায়গার পাশে স্থাপনা করতে হলে অনুমতি নিতে হয়, কিন্তু অনুমতি নেয়া হয়নি।’

এ.কে আজাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবুল হাশেম জানান, ‘নোটিশের জবাব দেওয়া হবে। মাদ্রাসার জন্য একজন ব্যক্তি জায়গাটি ক্রয় করেছিলেন। বর্তমানে সড়কের জায়গা বাদ দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতার বিষয়টি সত্য নয়, আমরা ড্রেনেজ ব্যবস্থা করেছি।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সওজের জায়গায় যদি ভবন নির্মাণ হয়, সওজ অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। সওজ আমাদের জানালে আমরা সহযোগিতা করব।’

জানা গেছে, উপজেলার পেলাগাজি দিঘী-বারৈয়ারঢালা সড়কের পাইন্দং ফরেস্টার দোকান সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে এ.কে আজাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার নামে বহুতল ভবন নির্মাণ করছেন স্থানীয় প্রবাসী আবুল কালাম আজাদ।

সরেজমিনে দেখা গেছে, জায়গার উপর টিনের ঘেরা দিয়ে ভেতরে নির্মাণ কাজ চলছে। সড়কের উত্তর-দক্ষিণ অংশে ৫০ ফুটের বেশি জায়গা দখল করে পাকা ভীম তৈরি হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণের কারণে একমাত্র বক্স কালভার্ট সংকুচিত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

ভবন নির্মাণের অভিযোগ,সওজের জায়গা দখল,নোটিশ পেয়েও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত