
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহেদ কামালের নেতৃত্বে অভিযানে বিভিন্ন দাফতরিক নথি পর্যালোচনা করা হয়।
অভিযান চলাকালে জেলা পরিষদ থেকে চাহিদা অনুযায়ী সকল নথি প্রদর্শন করতে ব্যর্থ হয়। দুদক কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন, সব প্রাসঙ্গিক নথি আগামী বৃহস্পতিবারের মধ্যে দুদক অফিসে জমা দিতে হবে।
দুদক সূত্রে জানা যায়, অভিযানের কারণ ছিল বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, চাঁদার জন্য বিল আটকে রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে না থাকা। অভিযানের সময় পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন।
উপপরিচালক জাহেদ কামাল জানান, কর্মকর্তাদের অনুপস্থিতি, ঘুষ গ্রহণ ও অন্যান্য অভিযোগের সত্যতা অভিযানে পাওয়া গেছে। প্রাপ্ত নথি বিশ্লেষণের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাঙামাটি সদরের মিনি স্টেডিয়াম সম্পর্কিত দুর্নীতি অভিযোগের তদন্তের জন্যও দুদক তদন্ত করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ কামাল জানিয়েছেন, মিনি স্টেডিয়াম নির্মাণসংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ফাইল ইতোমধ্যে দুদকের কেন্দ্রীয় অফিসে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্দেশনা পেলেই অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।