
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদপাল গ্রামের আব্দুল আলিম, আবু বক্কার, মোজাম শেখ ও আব্দুর রউফ। একই মামলায় আরও দুই আসামি—ওই গ্রামের আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমানকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শরিফ মো. শাকিল হায়দার রফিক সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে সহকারী হিসেবে কাজ করতেন। গ্রামের একটি রাস্তার কাজ নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান।
ঘটনার পর নিহতের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।