
ভিক্ষাবৃত্তি ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো মানিকগঞ্জে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিংগাইর উপজেলার ভূম দক্ষিণ বাসস্ট্যান্ডে এক ব্যতিক্রমী অনুষ্ঠানে, সমাজের অবহেলিত ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়।
এ সময় তাদের হাতে তুলে দেওয়া হয়েছে দোকান এবং অটোরিকশার চাবি, যা তাদের নতুন জীবনের সূচনা করবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, "ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। এই কাজের মাধ্যমে সমাজ ও ব্যক্তি উভয়েই সম্মান হারায়। তাই রাষ্ট্রীয়ভাবে আমরা ভিক্ষুকদের পুনর্বাসন করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছি।"
তিনি আরও বলেন, দেশের সব ভিক্ষুককে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে, যাতে কেউ সমাজে অবহেলিত না থাকে।
এই প্রকল্পের আওতায়, সিংগাইর উপজেলার ৬ জন ভিক্ষুককে ছোট ছোট দোকান দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়া, আরেকজন ভিক্ষুককে একটি অটোরিকশা দেওয়া হয়েছে, যা তাকে স্বাবলম্বী হতে সাহায্য করবে।
এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে শুধু তাদের আর্থিক অবস্থাই নয়, বরং সামাজিক মর্যাদাও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বাতেন এবং সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।