
যশোরের শার্শা উপজেলার কাইবা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর ৫টার দিকে সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস ২২ আর-এর নিকট থেকে তাদের আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কিছু লোক পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারত যাওয়ার চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিওপির হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— মো. আফজাল হোসেন (৩৭), পিতা: মো. কবির হাওলাদার, গ্রাম: বিষম্মউদ্দি, রাজৈর, মাদারীপুর; দোলন বিশ্বাস (৩৬), পিতা: মৃত বিধান বিশ্বাস, গ্রাম: বনখই লক্ষ্মীখালী, নড়াইল; রুপালি বিশ্বাস (২৫), পিতা: শ্মশান শিকদার, গ্রাম: বনখই লক্ষ্মীখালী, নড়াইল; বিজয় বিশ্বাস (১৭), পিতা: দোলন বিশ্বাস, গ্রাম: বনখই লক্ষ্মীখালী, নড়াইল; অমৃত বিশ্বাস (১৫), পিতা: দোলন বিশ্বাস, গ্রাম: বনখই লক্ষ্মীখালী, নড়াইল।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।