ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিজিবিতে চাকরি পেলেন সেই ফেলানীর ছোট ভাই

বিজিবিতে চাকরি পেলেন সেই ফেলানীর ছোট ভাই

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ চাকরি পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার আলোচিত সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালরে ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফ নৃশংসভাবে গুলি করে কাঁটা তারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল অসহায় ফেলানীর নিথর দেহ। মাত্র ১৫ বছর বয়সী ফেলানীর হৃদয়বিদারক সেই হত্যাকাণ্ড দেশ বিদেশে সমালোচনা ঝড় তোলে। তার পর থেকে পরিবারটি ন্যায়বিচারের আশায় প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। আরফানের এ চাকরি পরিবারটির মাঝে প্রাণের সঞ্চার সৃষ্টি করেছে।

নির্মম হত্যাকাণ্ডের শিকার ফেলানীর ছোট ভাই আরফান হোসনে আবেগাপ্লুত হয়ে জানান, বাবা-মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করার। ফেলানীর হত্যার পর গোটা দেশের মানুষ যে তীব্র প্রতিবাদ জানিয়েছিল, ঠিক সেই সময় থেকেই আমার ইচ্ছা ছিল বিজিবিতে যোগ দিয়ে দেশ রক্ষার কাজে নিয়োজিত হবো। আজ সত্যিই সেই স্বপ্ন পূরণ হল। আরফান দেশের মানুষের সেবা করার সুযোগ দেয়ার জন্য বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানায়।

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, ভারত থেকে বাড়ি ফেরার পথে আমার কিশোরী মেয়েকে পাখির মতো নির্মম ভাবে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে বিএসএফ। সেই মর্মান্তিক দৃশ্য আজও আমাদের কাঁদায়। কোনোভাবেই ভুলতে পারি না। হত্যাকাণ্ডের পর থেকে আমাদের চরম দুর্দিনে দেশবাসী ও বিজিবি সবসময় পাশে ছিল। এর আগে ব্যবসায় পুঁজি দিয়ে সহায়তার পর আজ আমার ছেলেকে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিজিবিতে চাকরির সুযোগ দিয়ে আমার পরিবারকে আর্থিকভাবে যে নিশ্চয়তার বন্দোবস্ত করে দিল তা আমরা কোনোদিন ভুলতে পারবো বা। আমার পরিবার চির কৃতজ্ঞতা নিয়ে বিজিবির পাশে থাকবে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি সব সময়ই ফেলানীর পরিবারের পাশে ছিল এবং থাকবে। ফেলানীর ছোট ভাই আরফান নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণে অংশ নেবে। আমি বিশ্বাস করি একজন দক্ষ বিজিবি সদস্য হিসেবে সে দেশের সেবায় নিয়োজিত থাকবে।

তিনি ফেলানীর মতো নৃশংস ঘটনার আর যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

বিজিবি,চাকরি,ফেলানী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত