ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদী–কুষ্টিয়া সড়ক বেহাল, পথচারী ও রাশিয়ান নাগরিকদের দুর্ভোগ

ঈশ্বরদী–কুষ্টিয়া সড়ক বেহাল, পথচারী ও রাশিয়ান নাগরিকদের দুর্ভোগ

পাবনার ঈশ্বরদী উপজেলার আইকে রোড (ঈশ্বরদী–কুষ্টিয়া সড়ক) দীর্ঘদিন ধরে বেহাল দশার কারণে সাধারণ পথচারী, স্থানীয় শ্রমিক এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান নাগরিকসহ হাজার হাজার মানুষ দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।

স্থানীয়রা জানান, আলহাজ্ব মোড় থেকে রূপপুর পর্যন্ত এই একমাত্র সড়কটি খানাখন্দে ভরা। সোনালী ও কৃষি ব্যাংকের সামনে অংশটি এমন খারাপ যে দেখে মনে হয় রাস্তাই নয়, জলাশয়।

প্রতিদিন অটো, পাওয়ারটলী ও বিভিন্ন যানবাহনের উল্টেপাল্টে দুর্ঘটনা ঘটছে, ফলে পথচারী আহত হচ্ছেন এবং মালামালের ক্ষতি হচ্ছে। বৃষ্টির দিনগুলিতে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক পাবনা, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথের প্রকৌশলী এবং ঈশ্বরদী উপজেলা প্রশাসনের কাছে দ্রুত মেরামতের জন্য আবেদন করেছেন।

তারা বিশেষভাবে অনুরোধ করেছেন, অতিসত্বর খানাখন্দে ভরা এই সড়কটি সংস্কার করা হোক।

দুর্ভোগ,পথচারী ও রাশিয়ান নাগরিক,ঈশ্বরদী–কুষ্টিয়া সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত