
মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় অংশীজনদের নিয়ে-জনসচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।
কর্মশালায় সদর উপজেলার ইউপি প্রশাসক, ইউপি প্যানেল চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক কবির উদ্দিন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম আব্দুর রহমান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. সাইদুর রহমান,পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার রুবেল, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন গাজী, আধারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কবির হোসেন, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলশান আরা বেগম প্রমুখ।
কর্মশালাটি বস্তবায়নে ছিলেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।