ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে কৃষকদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামে কৃষকদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ‘জলবায়ু পরিবর্তন: প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ক কৃষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় আফাদ কনফারেন্স হল রুমে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী-এর বাস্তবায়নে, ইউএনউইমেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ক্ষমতায়ন: ফেইস) প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

কৃষকদের এই সংলাপ অনুষ্ঠানে চিলমারী উপজেলা এবং কুড়িগ্রাম সদর হতে ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের কিষাণীদের উপস্থিতিতে ‘জলবায়ু পরিবর্তন: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে নারী কৃষকদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠিত এ কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, কুড়িগ্রাম জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শারমিন সুলতানা, কুড়িগ্রাম আফাদ-এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, উলিপুর নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনসহ কৃষক ও কৃষাণীরা।

কৃষক,সংলাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত