ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে পাচারকালে সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ

ভারতে পাচারকালে সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ৩০ হাজার আমেরিকান ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার রাতে মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থান থেকে মালিকবিহীন এসব ডলার জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির একটি অভিযানিক দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে তেতুলতলা এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ওই ব্যাগ থেকে ১০০ ডলারের নোটের তিনটি বান্ডিল (মোট ৩০ হাজার ডলার) উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক বলেন, উদ্ধারকৃত ডলারগুলো আদালতের আদেশ গ্রহণ ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।

জব্দ,৩০ হাজার মার্কিন ডলার,ভারতে পাচারকালে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত