ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

টেকনাফে গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় যৌথবাহিনী অভিযান চালায়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের একাধিক আস্তানা শনাক্ত করা হয় এবং এসব আস্তানার থেকে বিভিন্ন সময়ে অপহৃত নারী, শিশু ও বাংলাদেশি নাগরিকসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের কয়েকটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছে। তারা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়েও মানুষ অপহরণ করে।

উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নৌবাহিনীর মাদক ও অপরাধবিরোধী অভিযান চলমান রয়েছে।

৬৬ জন উদ্ধার,নারী-শিশুসহ,টেকনাফে গহীন পাহাড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত