ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তলুইগাছা সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে হস্তান্তর

তলুইগাছা সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ৮ বাংলাদেশিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পতাকা বৈঠক হয়।

এ সময় বিএসএফ ৮ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম একটি সাধারণ ডায়েরী করেছেন।

হস্তান্তরকৃতরা হলেন: খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ঢামোর গ্রামের সামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের মো. সুজন এর স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আজিজুল বিশ্বাসের ছেলে মো. ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুড়িয়া গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী রূপা রানী (২৮) এবং একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।

আটক ব্যক্তিদের একজন বলেন, তারা কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানে বসবাস করেছেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বুধবার রাত ১০টার দিকে বাংলাদেশে ফেরার সময় ভারতের হাকিমপুর সীমান্তে বিএসএফ তাদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, বুধবার রাত ১০টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ ওই ৮ জনকে আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে দেওয়া হবে।

৮ বাংলাদেশিকে হস্তান্তর,তলুইগাছা সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত