
দিনাজপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাছির উল্লাহ।
বক্তারা বলেন, কোন মাদকই দেশে উৎপাদন হয় না। সব বাইরে থেকে আসে। মাদকের উৎস বন্ধ করতে হবে। সীমান্তে দায়িত্ব পালনকারীদের আরো সতর্ক হতে হবে। শুধু আইন থাকলে হবে না। সবাইকে আইন মানতে হবে ও আইনের প্রয়োগ থাকতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে।
তারা আরও বলেন, মাদক আমাদের একক কোন সমস্যা নয়। এটি একটি সামাজিক সমস্যা। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সবাইকে সচেতন হতে হবে। তাই সংঘবদ্ধ ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আকবর হোসেন ওরেন্স, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের আহবায়ক মো. আক্তার আজিজ, মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, রাজবাড়ী মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক মো. হেলাল ইসলাম দিনাজপুর চেম্বারের পরিচালক মো. মোছাদ্দেক হোসেন, সুজাউর রব চৌধুরী সুজা, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি মো. শামীম কবির। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের পরিচালক মো. মোছাদ্দেক হোসেন,সুজাউর রব চৌধুরী সুজা, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
মতবিনিময় সভায় দিনাজপুর চেম্বারের সকল পরিচালকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, দিনাজপুর চালকল মালিক গ্রুপ, ট্রাক মালিক গ্রুপ, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।