
ভোলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় ওয়াসিফা তালুকদার (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌর শহরের ওয়েস্টার্নপাড়া রিজার্ভ পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওয়াসিফা নেত্রকোনা জেলার মৃত মো. সোহেল তালুকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ওয়াসিফার বাবা সোহেল এক সময় ভোলার বন বিভাগে চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর তার মা খাদিজা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভোলায় বোনের কাছে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার শিশু ওয়াসিফার নানা অসুস্থ থাকায় তাকে দেখার জন্য গ্রামের বাড়ি মাগুড়ায় যান মা খাদিজা। এ সময় তিনি মেয়ে ওয়াসিফা ও নবম শ্রেণিপড়ুয়া বোনের মেয়ে হাবিবাকে বাসায় রেখে যান। বিকেলের দিকে ওয়াসিফাকে বাসায় না দেখে বিষয়টি মোবাইলে খাদিজাকে জানায় হাবিবা। পরে সন্ধ্যা পর্যন্ত ওয়াসিফা আর বাসায় ফেরেনি। পরবর্তীতে সকালে স্থানীয়রা রিজার্ভ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে মরদেহটি ওয়াসিফার বলে শনাক্ত করেন তার খালাতো বোন হাবিবা।
ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচানাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছে।