
হিন্দু সম্প্রদায়ের মানুষ সাহায্য সহযোগিতা চায় না, তারা নিরাপত্তা চায় বলে মন্তব্য করেছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডাকসু-জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ক্ষমতাকে ভোট দেন নাই, তারা আদর্শকে ভোট দিয়েছে।
এ সময় উপজেলা প্রচার সম্পাদক আয়ুব আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জিয়াউল হক জিয়া, সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমীর আবুল হোসেনসহ অনেকেই।