ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে ভূমি অফিস-পোস্ট অফিসের সড়ক যাচ্ছে কাচারি পুকুরে

তাড়াইলে ভূমি অফিস-পোস্ট অফিসের সড়ক যাচ্ছে কাচারি পুকুরে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজার বড় মসজিদের পশ্চিম পাশের সড়ক দিয়ে যেতে হয় ইউনিয়ন ভূমি অফিস ও পোস্ট অফিসে। তাড়াইল বাজার কাচারি পুকুর ঘেঁষে ৫০০ মিটার এ সড়কটি বহুদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষাকালের বর্ষণে ও যানবাহন চলাচলের কারণে সড়কটির প্রায় সবটুকুই ভেঙ্গে পড়ছে কাচারি পুকুরে। বর্তমানে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে আশপাশের বাসাবাড়ির লোকজন, মসজিদগামী মুসুল্লি, ইউনিয়ন ভূমি অফিস ও পোস্ট অফিসে যাতায়াতকারী লোকজন।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, তাড়াইল উপজেলা সদর বাজারের কাচারি পুকুরের তিন পাশ ঘেঁষে বড় মসজিদের পশ্চিম পাশে রয়েছে ৫০০ মিটার একটি সড়ক। আর এই সড়ক দিয়ে যেতে হয় তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন ভূমি অফিস ও পোস্ট অফিসে। আর এখানেই রয়েছে অনেকগুলো বাসাবাড়ি। সড়কটি ভেঙে সরু হয়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় ৫০০ মিটার এই সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।

তাড়াইল সদর বাজার কাচারি পুকুরের স্থানীয় বাসিন্দা এনায়েত হোসেন, খালেদ ভুঁইয়া, রতন ভুঁইয়া, জুয়েল মিয়া ও তানিম হাসান সহ আরও অনেকেরই অভিযোগ, দীর্ঘদিন ধরে তাড়াইল বাজার বড় মসজিদের পশ্চিম পাশের সড়ক দিয়ে দুর্ভোগের মধ্যদিয়ে চলাচল করছি। দুর্ভোগের অপর নাম সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সড়কটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

তারা আরও বলেন, সাময়িক মেরামত করা তো দূরের কথা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সড়কটির দিকে কোনো ভ্রূক্ষেপই নেই। সাধারণ মানুষের কষ্ট সরকার দেখছে না, মন্ত্রণালয় দেখছে না। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অতীব জরুরি।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক বলেন, উপজেলা সদরের কাচারি পুকুর ঘেঁষে রয়েছে প্রায় ৩০০ পরিবারে বসবাস। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না হওয়ায় মানুষের ভোগান্তি যেন শেষই হচ্ছে না। কিছুদিন হল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে সড়কটির বেহাল দশা দেখে গেছেন।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজহারুল ইসলাম ও তাড়াইল উপজেলা পোস্ট মাস্টার (অতিরিক্ত) চণ্ডিদাস চন্দ্র শীল বলেন, পুরো সড়কটি ভেঙ্গে কাচারি পুকুরে নেমে গেছে। অবশিষ্ট সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্তে ভরা। হালকা বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে কাদায় একাকার হয়ে যায়। এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে সড়কটিতে। আমরা চাই দ্রুত সড়কটি মেরামত করা হোক।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসানকে সাথে নিয়ে পরিদর্শন করে আসছি। কাচারি পুকুর ঘেঁষে জনগুরুত্বপূর্ণ সড়কটির পাশেই রয়েছে পোস্ট অফিস, ইউনিয়ন ভূমি অফিস, মসজিদ ও আশপাশের অনেকগুলো বাসাবাড়ি। প্রটেকশন দেয়াল দিয়ে (protection wall) এই সড়টিতে কাজ করতে হবে। এছাড়া ক্ষতি থেকে সড়কটি বাঁচানো সম্ভব না। এজন্য যা যা করা প্রয়োজন অতিদ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি দ্রুত কাজটি শুরু হবে।

ভূমি অফিস,পোস্ট অফিস,সড়ক,পুকুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত