ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফিরোজ হায়দারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাশিস রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ভিপি গাজী আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ, সদর উপজেলা বাশিস সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বক্তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার পরিচয়ধারী মাহফুজ পূর্বপরিকল্পিতভাবে শিক্ষক ফিরোজ হায়দারের ওপর হামলা চালিয়েছে।

তারা বলেন, “এই হামলা কেবল একজন শিক্ষকের ওপর নয়, পুরো শিক্ষক সমাজের ওপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

বক্তারা দ্রুত হামলাকারী মাহফুজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষক,হামলা,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত