
নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের শালমারা গোড়েকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি ও নৈশপ্রহরী মিঠুন রায় বিগত এক বছরেরও অধিক সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এই দীর্ঘ অনুপস্থিতির কারণে স্কুলের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, মিঠুন রায় একসময় সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্ষমতার সময়ে এলাকায় প্রভাবশালী ভূমিকা পালন করতেন। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণআন্দোলনের পর থেকেই তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এখনও পর্যন্ত তিনি নিয়মিত কর্মস্থলে ফিরে আসেননি, যার ফলে স্কুলের দৈনন্দিন কর্মকাণ্ডে জটিলতা তৈরি হয়েছে।
বিদ্যালয়ের পাশের বাসিন্দা তমিজার রহমান, সুনীল রায়, মুন ইসলাম, রিয়াজ ইসলাম ও সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘদিন ধরে মিঠুন বিদ্যালয়ে অনুপস্থিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তারা দাবি করেন। রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তাকে এলাকায় দেখা যাচ্ছে বলে জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা রাব্বী বলেন, "২০২৪ সালের জুলাই মাস থেকে মিঠুন রায় কোনোরূপ ছুটি বা অনুমতি ছাড়াই বিদ্যালয়ে আসছেন না। সম্প্রতি তিনি জোর করে হাজিরা খাতায় স্বাক্ষর করার চেষ্টা করেন, আমি বাধা দিলে আমাকে হুমকি দেন। শুনেছি, তিনি নিজের মতো করে আলাদা খাতা তৈরি করে তাতে স্বাক্ষর করছেন।”
এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জসিজুল ইসলাম মন্ডল বলেন, “দপ্তরি মিঠুন রায়ের দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তার বেতন-ভাতাও স্থগিত রয়েছে।