ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৭৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী লুনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে সলঙ্গা থানার রামারচর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লুনা বেগম রাজশাহীর দামকুড়া উপজেলার মুড়ালীপুর গ্রামের পিয়ারুল ইসলামের মেয়ে।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

হেরোইন,মাদক ব্যবসায়ী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত