ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে চেয়ারম্যান-সচিবহীন ইউনিয়ন পরিষদে সেবা বঞ্চিত মানুষ

রাজবাড়ীতে চেয়ারম্যান-সচিবহীন ইউনিয়ন পরিষদে সেবা বঞ্চিত মানুষ

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সচিব না থাকায় থমকে গেছে জনসেবা কার্যক্রম। জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ভাতার আবেদন কিংবা জমিজমা সংক্রান্ত সুপারিশের মতো গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।

সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের গর্ভবতী নারী জিয়াসমিন বেগম জন্মনিবন্ধনের জন্য পরিষদ কার্যালয়ে এলেও প্রশাসক ও সচিবের কক্ষের দরজা বন্ধ পেয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা শেষে হতাশ হয়ে ফিরে যান। এর আগে চারবার চেষ্টা করেও তিনি সেবা পাননি।

শুধু জিয়াসমিন নন, প্রতিদিনই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সেবার দাবিতে গত রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে তারা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রবকে সরিয়ে দেওয়ার পর সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয় সদস্য আব্দুল হালিম ও পরে আবুল কালাম মো. আজাদকে। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি উপজেলা সমাজসেবা অফিসার মো. তছলিম আরিফ বিশ্বাস প্রশাসক হিসেবে নিয়োগ পান। তবে তিনি নিয়মিত অফিসে না আসায় সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এদিকে সচিব মো. তৈয়বুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় গত ১০ সেপ্টেম্বর তাকে বদলি করা হয়। সচিব না থাকায় পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, চেয়ারম্যান না থাকায় গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, সালিস-মীমাংসা হচ্ছে না। এতে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দ্রুত একজন প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।

চন্দনী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রেশমা বেগম বলেন, “চেয়ারম্যান চলে যাওয়ার পর থেকেই সমস্যার শুরু। প্রশাসক স্যার নিয়মিত আসেন না। সচিব বদলি হওয়ার পর নাগরিকদের দুর্ভোগ আরও বেড়েছে।”

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, “চন্দনী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেখানে উপজেলা সমাজসেবা অফিসার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সচিব যেকোনো সময় যোগ দেবেন। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।”

সেবা বঞ্চিত মানুষ,ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান-সচিবহীন,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত