ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘সাংবাদিকদের জন্য বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে কল্যাণ ট্রাস্ট’

‘সাংবাদিকদের জন্য বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে কল্যাণ ট্রাস্ট’

কক্সবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ট্রাস্ট দল-মতের ঊর্ধ্বে উঠে সকল স্তরের পেশাদার সাংবাদিকের কল্যাণে কাজ করছে। তিনি জানান, আগে ট্রাস্ট শুধুমাত্র অনুদান বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে তারা হাসপাতাল প্রতিষ্ঠা, মেধাবী সাংবাদিক সন্তানের শিক্ষাবৃত্তি, ৬৫ বছরের ঊর্ধ্বে সাংবাদিকদের জন্য অনুদানসহ নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দুই কোটি ৯০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। পঞ্চম বারের মতো চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারের ২৪ জন সাংবাদিককে ২০ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আগে সত্য সংবাদও সবসময় প্রকাশ করা যেত না, কিন্তু এখন সাংবাদিকতা পুরোপুরি স্বাধীন। এই সুযোগে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

ট্রাস্টের বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবছর ফেলোশিপ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলমান।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার আবদুছ সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা জানান, আগে তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতেন। বর্তমান কল্যাণ ট্রাস্টের দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে পদস্থ সরকারি কর্মকর্তাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কল্যাণ ট্রাস্ট,বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন,সাংবাদিকদের জন্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত