ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া রেঞ্জের সদর বিটের মহুরীপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করা হয়।

পরে দোছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে অজগরটিকে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি।

তিনি বলেন, “ উদ্ধারকৃত অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। এটি লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। খবর পেয়ে দ্রুত গিয়ে অজগরটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এটিকে নিরাপদে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

লোকালয়,অজগর,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত