
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সোমবার দিবাগত রাতে সোনাইছড়া সীমান্তে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের রাজেন্দ্রপুর বিওপির টহল দল, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ২টি ট্রাক্টরসহ মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. জাহিদ (৩৫) আটক হন।
অভিযানের পর ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে আটক জাহিদকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র সীমান্ত এলাকায় রাতের আঁধারে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি সাধন ও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড সবাইকে সাথে নিয়ে কঠোরভাবে দমন করা হবে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।