
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া গৃহবধূ জেসমিন আক্তার (৩৮) নিখোঁজের চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেঁতুলিয়া রিভার ইকোপার্ক সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেসমিন আক্তার একই ইউনিয়নের সাকেরভিটা গ্রামের জসিম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে তার প্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ তানজিল তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। নদীর তীর থেকে তার পড়ে যাওয়া দৃশ্য দেখেন মা জেসমিন আক্তার। এরপর তিনি নদীতে ঝাঁপ দিলে তীব্র স্রোতে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিসানকে উদ্ধার করতে পারলেও মা জেসমিন আক্তারকে খুঁজে পায়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।