ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

মানিকগঞ্জে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় দুই সন্তানসহ এক মা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। সোমবার রাতের কোনো একসময় পৌরসভার পশ্চিম বান্দুটিয়া গ্রামের রাহাত সালমানের বাসার দ্বিতীয় তলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর ২টায় দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে কীটনাশক জব্দ করা হয়।

মৃতরা হলেন, হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহীন আহমেদের স্ত্রী শেখা আক্তার (২৯), তাদের ছেলে আরাফাত ইসলাম আলভি (৭) ও এক বছর বয়সী মেয়ে সায়মা। তারা পশ্চিম বান্দুটিয়া এলাকায় রাহাত সালমানের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই শেখা আক্তার এ ঘটনা ঘটাতে পারেন। তবে নিহতের স্বামী দেওয়ান শাহীন আহমেদ দাবি করেন, তাদের সংসারে বড় কোনো কলহ ছিল না। তিনি জানান, তার স্ত্রী কিছুটা বদমেজাজী ছিলেন এবং প্রায়ই আত্মহত্যার হুমকি দিতেন।

ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মায়ের আত্মহত্যা,দুই সন্তানসহ,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত