
টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে ৫ জন অপহৃতকে উদ্ধার করেছে এবং ২ জন অপহরণকারীকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত ১০টায় বাহারছড়া আউটপোস্টের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অপহরণকারীদের গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জনকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে, উদ্ধারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টায় ২ জন অপহরণকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের পরিবারে হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।