
যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
তারা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ গ্রামের মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩’শ টাকা, ২টি মোবাইল ফোন ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।