
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মানবিক ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল। পূজায় ভক্ত এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্দিরসংলগ্ন সড়কগুলো মেরামতের কাজ হাতে নিয়েছে সংগঠনটি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন মন্দিরের আশপাশের ভাঙাচোরা রাস্তা সংস্কার শুরু করেন। রাস্তা মেরামতের পাশাপাশি আফরোজা খান রিতার লিফলেট বিতরণ করেন তারা।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার ব্যক্তিগত অর্থায়নে এই রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আফরোজা খান রিতা সবসময় মানুষের পাশে দাঁড়ান। দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে তার নির্দেশে ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করছে।”
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি এবং শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এ কাজে অংশ নেন।