ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে ক্ষতিকর পোকা দমনে ফাঁদ

বীরগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে ক্ষতিকর পোকা দমনে ফাঁদ

দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার রাতে বিপিএইচ (কারেন্ট পোকা) এর উপস্থিতি ও নিয়ন্ত্রণে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ৩৪টি ব্লকে একযোগে আলোক ফাঁদ বাস্তবায়ন করেছে কৃষি বিভাগ।

বীরগঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে ২৯৫৭৮ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে আগাম জাতের ব্রি ধান ৭৫, বিনা ধান ১৭, ও হাইব্রিড ধান পাকতে শুরু করেছে। অন্যান্য জাতের আমন ধানের ক্ষেত সবুজে ছেয়ে গেছে।

সবুজ ধানক্ষেত কৃষকদেরকে ভালো ফলনের স্বপ্ন দেখাচ্ছে। নির্বিঘ্নে আমন ধান উৎপাদনে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিতভাবে কারিগরী পরামর্শ প্রদান করছে।

কৃষি অফিসের সহযোগিতায় সার ও অন্যান্য উপকরণ যথাসময়ে পাওয়ার পাশাপাশি কৃষকদের স্বার্থে আলোক ফাঁদ কার্যক্রম তাদের জন্য উপকারী হবে বলে অভিব্যক্তি প্রকাশ করেছে অনেক কৃষক।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, রোপা আমন ধানের বালাই প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বীরগঞ্জের সকল কৃষি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে ধানের রোগ-বালাই সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং বালাই প্রতিরোধে কারিগরী পরামর্শ প্রদান করা হচ্ছে, যাতে কৃষকরা ক্ষতিকর বালাই প্রতিরোধের মাধ্যমে অধিক ফলন পেয়ে লাভবান হতে পারে।

পোকা দমনে ফাঁদ,কৃষি বিভাগের উদ্যোগ,বীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত