
জাতীয় গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেরপুরের নকলা উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি মাঠে ষ্টীলের নতুন গোলবার স্থাপন করা হয়েছে। নতুন গোলবার পেয়ে খেলোয়াড়, স্থানীয় জনগণ ও ক্রীড়ামোদীসহ ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট সবাই খুশি।
তথ্য মতে, উপজেলার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও কলাপাড়া মোজাকান্দা মাঠে ফুটবল খেলার গোলবার এবং নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে হ্যান্ডবল খেলার গোলবার স্থাপন করা হয়।
মাঠের সঠিক মাপ ও মাঠ সজ্জিত করনের কাজে পরামর্শ প্রদান করেন ফুটবল খেলার স্থানীয় প্রশিক্ষক মাজেদুল হক সুমন, গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি মাঠে ষ্টীলের নতুন তিনটি গোলবার স্থাপন শেষে পরিদর্শন পূর্বক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম।
এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রীড়ামোদী জনগণসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফুটবলের স্থানীয় প্রশিক্ষক মাজেদুল হক সুমন বলেন, ‘উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সুপারিশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম স্যারের সার্বিক সহযোগিতায় ষ্টীলের নতুন গোলবার স্থাপন হওয়ায় উপজেলার ফুটবল ও হ্যান্ডবল খেলোয়াড়দের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। তিনটি নতুন গোলবার স্থাপন করায় উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’