ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাস চাপায় বিএনপি নেতা নিহত

সিরাজগঞ্জে বাস চাপায় বিএনপি নেতা নিহত

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাসচাপায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ (৫৫) নিহত হয়েছেন। তিনি রায়গঞ্জ উপজেলার চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে এবং নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার দুপুরের দিকে রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পুলিশ তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বিএনপি নেতা নিহত,বাস চাপা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত