ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপূজাকে উৎসব মুখর করতে কক্সবাজারে সর্বদলীয় সভা

দুর্গাপূজাকে উৎসব মুখর করতে কক্সবাজারে সর্বদলীয় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা কক্সবাজার জেলা ব্যাপী শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কক্সবাজার হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থ কেন্দ্র। যুগ যুগ ধরে প্রতি বছর কক্সবাজারের সকল ধর্মের মানুষ শারদীয় দুর্গাপূজাকে উৎসব হিসেবে দেখে আসছে।

প্রতিমা বিসর্জনের দিন কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল বালিয়াড়ি সকল ধর্মের মানুষে ভরে যায়—এটাই সম্প্রীতি, এটাই উৎসব, এটিই আন্তঃধর্মীয় সৌন্দর্য। সবাই সম্মিলিতভাবে কক্সবাজারের সম্প্রীতির বহমান মেলবন্ধনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। বক্তাগণ বলেন, ধর্ম যার যার উৎসব সবার।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, এবি পার্টি কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট এনামুল হক সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ার, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, মাওলানা কামাল উদ্দিন, এনসিপি নেতা রায়হান কাশেম, পূজা উদযাপন পরিষদের নেতা দোলন ধর, বলরাম দাশ অনুপম, বিশ্বনাথ ব্রাহ্মচারী, বাবুল শর্মা, এডভোকেট রবীন্দ্র দাশ, অপূর্ব পাল, ছাত্র প্রতিনিধি রবিউল হোসাইন, রিয়াদ মনি, আতাহার সাকিব, জিনিয়া শারমিন প্রমুখ।

সর্বদলীয় সভা,কক্সবাজার,দুর্গাপূজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত