ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মাদক কারবারি আব্দুর রহিম ওরফে সুইটকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সে উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের কামরুজ্জামানের ছেলে।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে র‌্যাবের একটি বিশেষ টিম উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়।

এ অভিযানে ৪ হাজার ৯৭০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার ৬৮০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সুইট গ্রেপ্তার,ইয়াবাসহ মাদক কারবারি,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত