ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

তাড়াইলে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে—চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সেমিনার, সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় উপজেলার সহিলাটী বাসস্টেশন সংলগ্ন স্থানে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ফরিদ। প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আহাদ রুশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুল মিয়া এবং সংরক্ষিত আসনের ইউপি সদস্য রিতা আকতার ও জাহানারা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ভুঁইয়া।

বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি করা সম্ভব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে উভয় পক্ষের মনোনীত প্রতিনিধিদের নিয়ে এই আদালত গঠিত হয়। বাদী ও বিবাদীরা সরাসরি নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারে এবং এখানে আইনজীবী নিয়োগের বিধান নেই।

তারা আরও জানান, গ্রাম আদালতে সাধারণত চুরি, ঝগড়া-বিবাদ, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, নারীর প্রতি অশালীন আচরণসহ নানান ক্ষুদ্র অপরাধ ও বিরোধ নিষ্পত্তি করা যায়।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ভিডিও প্রদর্শনী,কমিউনিটি পর্যায়ে,তাড়াইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত