
শারদীয় দুর্গাপূজার আর মাত্র দুই দিন বাকি। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। কারিগররা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমার রং, অলংকার ও সাজসজ্জায়। পাশাপাশি প্যান্ডেল সাজানো ও পূজার সরঞ্জাম প্রস্তুতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর, বন্দুগ্রাম, কামারগ্রাম, আন্ধারকোঠা, বোয়ালমারী রক্ষা চণ্ডী মন্দির, সাতৈর, চতুল, ঘোষপুর, ময়েনদিয়া, পোয়াইল গ্রাম, রাজাপুর, রাজাবেনে এবং সাতৈর সুবাস সাহার বাড়িসহ বোয়ালমারীতে ১২২টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে।
এ বছর আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হতে যাওয়া দুর্গাপূজায় চারদিকে এখনই শুরু হয়েছে উৎসবের আমেজ। এ উৎসবকে ঘিরে দেবী দুর্গাকে বরণ করে নিতে মণ্ডপে মণ্ডপে চলছে নানা প্রস্তুতি। শেষ মুহূর্তে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর প্রতিমা তৈরির কাজ করছেন। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছেন প্রতিমা। পূজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে পড়ছেন প্রতিমা শিল্পীরা।
বোয়ালমারী উপজেলার পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় সাহা বলেন, উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উদ্যাপন ফ্রন্টের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা চাওয়া হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের সভা হয়েছে। বর্তমানে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি পূজা উপলক্ষে দেওয়া সরকারি নির্দেশনা দর্শনার্থী, স্বেচ্ছাসেবক, হিন্দু ধর্মাবলম্বী এবং মন্দির কমিটির সবাইকে মেনে চলার আহ্বান জানান।