
সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার অসহায় বৃদ্ধা শাহিদা বেগমকে ভিক্ষুকমুক্ত কর্মসূচীর আওতায় একটি ছোট মুদি দোকান উপহার দেয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিক্ষুক পুনর্বাসন ও স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাকে এ উপহার দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সহযোগিতায় বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ মুদি দোকান উপহার দেয়া হয়।
এ সময় সমাজসেবা কার্যালয়ে সহকারী-পরিচালক মনিরুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয়রা বলছেন, অসহায় শাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। স্থানীয়দের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে বৃদ্ধা শাহিদা এ মুদি দোকান উপহার পেয়েছেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগে এলাকায় প্রশংসিত হয়েছে।
এছাড়া অসহায় বৃদ্ধা ছোট মুদি দোকানটি উপহার পেয়ে খুশি হয়েছেন বলেও জানা গেছে।