ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নবজাতক বিক্রির চেষ্টা, জেলা প্রশাসকের হস্তক্ষেপে উদ্ধার

নবজাতক বিক্রির চেষ্টা, জেলা প্রশাসকের হস্তক্ষেপে উদ্ধার

নেত্রকোণার জেলা শহরের নাগড়া আনন্দবাজার এলাকায় এক অতি দরিদ্র পরিবার চরম অর্থকষ্টে পড়ে তাদের দুই মাস বয়সী যমজ নবজাতককে বিক্রির চেষ্টা করছিল। তবে জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় বিষয়টি উপস্থাপিত হওয়ার পর জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে নবজাতক দুটি মায়ের কোলেই ফিরে আসে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। জেলা প্রশাসক ও জেলা শিশুকল্যাণ বোর্ডের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি শুনে গভীর সমবেদনা জানান এবং তাৎক্ষণিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।

সন্ধ্যায় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাকিবুজামান, উপপরিচালক সমাজসেবা মো. শাহ আলম, প্রবেশন অফিসার তারেক আহমেদ ও শিশু সুরক্ষা সমাজকর্মীদের নিয়ে ওই পরিবারের ঘরে ছুটে যান।

পরিদর্শনে গিয়ে পরিবারটির করুণ অবস্থা প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক। জানা যায়, শহরের বস্তিসদৃশ এলাকায় সরকারি জায়গায় একটি টিনের খুপরি ঘরে পরিবারটি বসবাস করে। বর্ষায় ঘরটিতে পানি ঢুকে পড়ে। ছোট একটি চৌকিতে বাবা-মা ও চার সন্তান মিলে কোনোমতে দিনযাপন করেন। বাবা কখনো রাজমিস্ত্রি, কখনো রিকশা চালান— কাজ না থাকলে থাকে না কোনো আয়ও।

চার সন্তানের মধ্যে বড় দুই ছেলে (৬ ও ৪ বছর) অপুষ্টিতে ভুগছে। যমজ নবজাতক (এক ছেলে ও এক মেয়ে) মায়ের দুধ না পেয়ে কৌটার দুধে বড় হচ্ছে। কিন্তু অর্থের অভাবে সেই দুধ কেনা সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে বাবা-মা নবজাতক দুটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেন। বড় সন্তানকে ‘শিশু পরিবার (বালক), নেত্রকোণা’-এ লালনপালনের জন্য প্রেরণের পরামর্শ দেন। পাশাপাশি নবজাতকের জন্য দুই টিন শিশুখাদ্য, পরিবারের জন্য দুই বস্তা শুকনো খাবার ও নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেন।

তিনি বলেন, ‘এই পরিবারটির পাশে সরকার দাঁড়াবে। নবজাতক বিক্রি করার মতো পরিস্থিতি আর যেন সৃষ্টি না হয়, সেটি নিশ্চিত করা হবে।’

জেলা সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, পরিবারটির সার্বিক তত্ত্বাবধান অব্যাহত থাকবে এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

উদ্ধার,জেলা প্রশাসকের হস্তক্ষেপ,নবজাতক বিক্রির চেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত