ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা পৌঁছাবে ইউনিয়ন পর্যায়ে: জুয়েল

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা পৌঁছাবে ইউনিয়ন পর্যায়ে: জুয়েল

বাংলাদেশের সাধারণ মানুষের জন্য প্রান্তিক পর্যায়ে মানসম্মত হাসপাতাল গড়ে ওঠেনি উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্য খাতকে ঢেলে নতুন করে সাজানো হবে।

শুক্রবার সকালে নরসিংদীর বেলাব উপজেলার চর-উজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

জুয়েল বলেন, উপজেলা পর্যায়ে কিছু হাসপাতাল থাকলেও ইউনিয়ন পর্যায়ে সেবার মান নেই বললেই চলে। এ অব্যবস্থাপনা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে।

এসময় প্রায় দুই হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি, চর্মসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধও। ২৫ জন চিকিৎসক এ সেবায় অংশ নেন।

এ ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসীও। তারা জানান, গ্রামীণ অঞ্চলে এভাবে নিয়মিত চিকিৎসা সেবা পেলে ভোগান্তি অনেকটা কমে আসবে।

জুয়েল,ইউনিয়ন পর্যায়ে,স্বাস্থ্যসেবা পৌঁছাবে,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত