ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীনগরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি একতলা বাড়ির ছাদের পাশে আম গাছে পেছন থেকে দুই হাত বাঁধা অবস্থায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকার রানা শেখের একতলা ছাদে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত রফিক শেখ (৬০) ওই এলাকারই বাসিন্দা। তিনি চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। করোনার সময় তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বলে স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, রফিক শেখ মাসে দশ হাজার টাকা বেতনে পাশের রানা শেখের বাড়ি দেখভালের কাজ করতেন। ইদানীং ওই বাড়িতে রাতের বেলা অচেনা লোকজন আনাগোনা করে জানিয়ে গত রাত ২টার দিকে বড় মেয়ের কাছে বলে ঘর থেকে বের হন তিনি। ভোর রাত ৪টায় বাবা ঘরে না আসায় তার মেয়ে খুঁজতে বের হন এবং দেখেন রানার বাড়ির একতলা ছাদের উপরে পিছনে দু-হাত বাধা অবস্থায় বাবার লাশ আম গাছের ডালে ঝুলে আছে।

পরে তার চিৎকার শুনে নিহতের দুই ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এসে বেঁচে আছে ভেবে প্লাস্টিকের দড়ি কেটে ঝুলন্ত থেকে লাশ ছাদে নামালে দেখতে পায় তার বাবা আর বেঁচে নেই। নিহতের পরিবারের দাবি, ওই বৃদ্ধকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের উর্ধ্বতনরা বিষয়টি নিয়ে কাজ করছেন। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঝুলন্ত,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত