ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে ঈশ্বরদীতে জামায়াতের মিছিল

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে ঈশ্বরদীতে জামায়াতের মিছিল

পাবনার ঈশ্বরদীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব মোড়ে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, এবং বর্তমান সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি তুলে ধরেন।

বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকী বিল্লাহ খান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল এবং কয়েক সহস্রাধিক কর্মী অংশ নেন।

জামায়াতের মিছিল,ঈশ্বরদী,পিআর পদ্ধতিসহ ৫ দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত