
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণ নিমিত্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে ধানগড়া বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা, এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মোহায়মিনুন প্রমুখ।
বক্তারা বলেন, নিজ এলাকা ঐতিহ্যবাহী রায়গঞ্জ পৌরসভার পুরাতন ধানগড়া খেয়াঘাট সংলগ্নে ফুলজোড় নদীতে একটি ফুট ব্রিজ নির্মাণ করা হবে। ব্রিজ নির্মাণ হলে ধানগড়া বাজার, ব্রহ্মগাছা, পাঙ্গাসী ও উত্তরবঙ্গের মহাসড়কের আওতায় চান্দাইকোনা বাজারের সাথে সংযোগ স্থাপিত হবে।
এ যোগাযোগ স্থাপনের ফলে এলাকায় অর্থনীতি চাকা ও সামাজিকভাবে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নদীর পশ্চিম পাড়ে একটি আবাসন গড়ে তোলা হবে এবং অত্যাধুনিক ব্যবসায়ী মার্কেট নির্মাণ করা হবে। এতে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষ অর্থনৈতিকভাবে আরও সচল হবে।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।