অনলাইন সংস্করণ
১২:০৬, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা এ অবরোধে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি পানছড়ি, দীঘিনালা, মহালছড়িসহ জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে ব্যারিকেড তৈরি করেছে অবরোধকারীরা। কোথাও কোথাও গাছ কেটে সরাসরি সড়ক অবরোধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত শহর কিংবা আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে জনজীবন স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।