ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু

সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু

ইউরোপের সাইপ্রাসে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, গত ৯ সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের আশায় সংসার-পরিজন ছেড়ে সাইপ্রাসে পাড়ি জমান হাফিজুর।

সেখানে একটি বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

হাফিজুরের পরিবার জানায়, প্রবাসে যাওয়ার খরচ হিসেবে তার ১২ লাখ টাকা ব্যয় হয়। এর মধ্যে ৭ লাখ টাকা তিনি ঋণ নেন। বিদেশে পৌঁছে ১৭ সেপ্টেম্বর একটি ঠিকাদার প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কিন্তু প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়ে তার জীবনাবসান ঘটে।

এদিকে হাফিজুরের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে ঋণের বোঝা সামলানো নিয়েও দুশ্চিন্তায় পড়েছে স্বজনরা।

প্রতিবেশীরা জানান, পুটখালী গ্রামটি বেনাপোল স্থলবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী এলাকায়। একসময় ভারতীয় গরু পারাপার ছিল এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। তবে সীমান্তে কড়াকড়ির কারণে প্রায় ছয় বছর ধরে গরু আসা বন্ধ রয়েছে। ফলে জীবিকার তাগিদে অনেকে বিদেশ পাড়ি দিচ্ছেন কিংবা অন্য জেলায় চলে যাচ্ছেন কাজের খোঁজে।

ইউপি সদস্য তানজিলা খাতুন বলেন, সংসারের অভাব কাটাতে বিদেশে গিয়েছিলেন হাফিজুর। তাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবার। মরদেহ দ্রুত দেশে ফেরাতে সরকার প্রধানের সহযোগিতা কামনা করছি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, নিহতের পরিবার সরকারি আর্থিক সহায়তা পাবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে দ্রুত আবেদন করতে হবে। মরদেহ দ্রুত দেশে ফেরাতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

হাফিজুরের মৃত্যু,বেনাপোল,ছাদ থেকে পড়ে,সাইপ্রাসে ভবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত