ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চকরিয়ায় পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে ২ যুবককে হত্যা

চকরিয়ায় পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে ২ যুবককে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় পৃথকভাবে ছুরিকাঘাত ও পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বদরখালী ইউনিয়নের ফুলতলা খাসপাড়ায় বড় ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা, সিএনজি চালক হারুনর রশীদ (৪৫) খুন হন।

অপর এক ঘটনায় ভোর সাড়ে ৫ টার দিকে মহাসড়কের মাতামুহুরি ব্রিজের কাছে পিটিয়ে হত্যা করা হয় গিয়াস উদ্দিন (৪৫)-কে।

উভয় খুনের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।

নিহত হারুন ওই এলাকার ছাবের আহমদের ছেলে এবং সিএনজি চালক ছিলেন। নিহত গিয়াস উদ্দিন উপজেলার কাকারা ইউনিয়নের দিঘির পাড় এলাকার গোলাম কাদেরের ছেলে এবং ইজিবাইক গ্যারেজ মালিক ছিলেন।

নিহত হারুনের ভাগিনা মো. কাজল জানান, মামা হারুন পৈত্রিক জমিতে নতুন বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ির সীমানা নিয়ে বড় ভাই শেখ আহমদের সঙ্গে বিরোধ হয়। শনিবার সকালে নির্মাণ কাজ করার সময় শেখ আহমদ বাঁধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শেখ আহমদের ছেলে মো. খোকা চাচা হারুনের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার এসআই মো. আরাকান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, হারুনের বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জমির সীমানা বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা না হলেও খুনিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহত গিয়াসের স্ত্রী জান্নাতুল নাঈম বলেন, শুক্রবার রাত ২ টার দিকে স্থানীয় মিন্টুসহ মোটরসাইকেল যোগে চিরিঙ্গা যায় গিয়াস উদ্দিন। চিরিঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষ তৌহিদের নেতৃত্বে পাঁচ জন লোক গাড়ি দিয়ে মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এরপর তারা গিয়াস উদ্দিনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

গিয়াস উদ্দিনের মা আনোয়ারা বেগম জানান, স্থানীয় দিঘির পাড়ে তাদের টমটম চার্জিং স্টেশন রয়েছে। চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকা থেকে তৌহিদের নেতৃত্বে এলাকার উঠতি বয়সী ছেলেরা গ্যাং তৈরি করে। গ্যাংয়ের সদস্যরা এলাকায় চুরি ও অপরাধে জড়িত ছিল। প্রতিবাদ করায় গত বছর তৌহিদ তার দলবল নিয়ে গিয়াস উদ্দিনের ওপর হামলা করে। এর জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গিয়াস উদ্দিনের মাথায় টর্চলাইটের আঘাত করে খুন করা হয়েছে, মাথা থেঁতলানো এবং হাতে কামড়ের দাগ রয়েছে। উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

২ যুবককে হত্যা,পূর্ব শত্রুতা ও বিরোধ,চকরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত