ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে নানা কর্মসূচি

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে নানা কর্মসূচি

‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই স্লোগানকে ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের শীর্ষ পর্যটন নগরী কক্সবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় পর্যটন শহরের সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের সূচনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি হোটেল-মোটেল জোন এলাকা প্রদক্ষিণ করে লাবণী পয়েন্টে এসে শেষ হয়।

ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল, ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটরবাইকসহ র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী-কর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থা, স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর পর সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। সৈকতে আগত পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরবর্তীতে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, “পর্যটনের সঙ্গে এ জেলার সব মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আমরা পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।”

পর্যটন দিবস ও পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি বলেন, “কক্সবাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে অবকাশ যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”

এদিকে, পর্যটন দিবস উপলক্ষে পর্যটন মোটেলসহ তারকা মানের হোটেলগুলোতে নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। হোটেল-মোটেলগুলোতে বিশেষ ছাড় দেয়া হয়েছে এবং পর্যটন এলাকা সাজানো হয়েছে।

নানা কর্মসূচি,কক্সবাজার,বিশ্ব পর্যটন দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত