ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্বাস্থ্য সহকারী নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্বাস্থ্য সহকারী নিহত

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার মান্নাননগর এলাকায় ট্রাকচাপায় স্বাস্থ্য সহকারী ইজাব আল মাসুদ (৪১) নিহত হয়েছেন। তিনি তাড়াশ উপজেলার ভরগ্রাম গ্রামের ইসহাক আলী মাস্টারের ছেলে এবং তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার দুপুরের দিকে ওই স্বাস্থ্য সহকারী মান্নাননগর বাজারে আসছিলেন। এরপর বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

ঘটনাস্থলে গুরুতর আহত হন ইজাব আল মাসুদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

স্বাস্থ্য সহকারী নিহত,ট্রাকচাপা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত