ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীর পলাশে প্রবাসীর পাঁচ খণ্ড মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে প্রবাসীর পাঁচ খণ্ড মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে এক প্রবাসীর পাঁচ খণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুল গনি (৪৫)। তিনি ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

নিহত আব্দুল গনি দীর্ঘ দেড় যুগ ধরে সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তিনি ছুটিতে দেশে আসেন। চলতি মাসের ২৯ তারিখে তার কর্মস্থলে ফেরার কথা ছিল।

নিহতের স্ত্রী জানান, শুক্রবার রাত পৌনে ১০টার পর থেকে তার স্বামীর ফোন বন্ধ পাওয়া যায়। রাতেই বিষয়টি ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ও পলাশ থানা পুলিশকে জানানো হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার ভোরে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝামাঝি রেললাইনের পাশে পাঁচ খণ্ড মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাই মনির হোসেন মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর রহস্য উদঘাটন ও হত্যার বিচার চাই।”

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

মরদেহ উদ্ধার,পাঁচ খণ্ড,প্রবাসী,নরসিংদীর পলাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত