
জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের বাজার স্টেশন এলাকায় এ সমাবেশ হয়।
শহর জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আব্দল লতিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদ, ছাত্রশিবির নেতা আলহাজ উদ্দিন, শামীম রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, “আগামী জাতীয় নির্বাচন পিআর ছাড়া অনুষ্ঠিত হবে না। জনগণের দাবির মুখে জামায়াতে ইসলামী জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগসহ ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। এ দাবি পূরণ না হলে নির্বাচন হতে দেওয়া হবে না।”
এর আগে শহরের বাজার স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।