ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ৫৯৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

সাতক্ষীরায় ৫৯৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রবিবার থেকে শুরু হচ্ছে। জেলার বিভিন্ন মন্দির ও পুজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি তৎপরতায় চলছে; প্রতিমা শিল্পীরা দিনরাত ব্যস্ত রয়েছেন এবং প্রতিটির সৌন্দর্যে কোনোরকম খামতি রাখা হচ্ছে না।

মানুষের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

জেলার সাতটি উপজেলায় মোট ৫৯৩টি পূজামণ্ডপে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলায় ১০৭টি, তালায় ১৯৬টি, কলারোয়া উপজেলায় ৪৫টি, আশাশুনি উপজেলায় ১০৪টি, দেবহাটায় ২১টি, কালিগঞ্জে ৫০টি ও শ্যামনগরে ৭০টি মণ্ডপে আনুষ্ঠানিকতাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

প্রতি মণ্ডপেই দেবী দুর্গার প্রতিমা ছাড়াও গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও অন্যান্য দেবদেবীর শিল্পকীর্তি চোখে পড়ার মতো রূপ পেয়েছে।

নিরাপত্তা ও শান্তিপূর্ণ উদযাপনের দিকটি বিশেষভাবে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে তিন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, পূজা শুরু থেকে বিজয়া দশমী পর্যন্ত ২৪ ঘণ্টা মনিটরিং চালানো হবে এবং গুরুত্বপূর্ণ মন্দির ও জনসমাগম স্থলে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রত্যেক পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দলের শ্রেণীবদ্ধ নিয়োগের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অনুষ্ঠানের শান্তিপূর্ণ আয়োজন ও সুষ্ঠু উদযাপনের ওপর জোর দিয়েছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘সকল ধরনের অপ্রীতিকর ঘটনাপ্রবাহ প্রতিহত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। জনসাধারণ বিনা উদ্বেগে পূজা উদযাপন করতে পারবেন।’

মহাষষ্ঠীর মধ্য দিয়ে রবিবার অনুষ্ঠানের ধারাবাহিকতা শুরু হবে এবং পাঁচদিনব্যাপী এ উৎসব ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে।

শারদীয় দুর্গোৎসব,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত