ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম তার বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

শনিবার বিকেলে উপজেলায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম অভিযোগ করেন, তিনি আগামী নির্বাচনে সম্ভাব্য একজন প্রার্থী।

তার অভিযোগ, তার পতিপক্ষ এস আলমের গ্রুপের অর্থ পাচার বা মির্জা কাদেরের সাম্রাজ্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এছাড়া তিনি কোনো অর্থ প্রচারের সাথেও যুক্ত নন।

তিনি বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি ফার্স্টের চেয়ারম্যান পদ ও রাজনৈতিক দায়িত্ব দুটোই ছাড়তে প্রস্তুত।”

ফখরুল ইসলাম জানান, তাকে হেয় ও হয়রানি করার জন্য মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি জনমতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির বিষয়টি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য এগিয়ে আসুন।”

ফখরুল ইসলাম অভিযোগ করেন, চর এলাহি ঘাট দখলের বিষয়ে তার প্রতিবাদকে হেয় করার জন্য এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি কোম্পানীগঞ্জের জনগণসহ সকলের নিকট সত্য প্রকাশ ও ন্যায় বিচারের দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অধ্যাপক আনিছুল হক, আহ্বায়ক কমিটির সদস্য আফতাব আহমদ বাচ্ছু, প্রভাষক আবুল বাশার, মিলন মেম্বারসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন সংবাদ সংস্থার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন,মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত